মানুষ শুধু সৃষ্টির সেরা জীবই নয়, বরং আল্লাহর প্রতিনিধি — এই ধারণা ইসলামে গভীরভাবে প্রতিষ্ঠিত। তবে এই প্রতিনিধিত্ব জন্মগত অধিকার হলেও, তা অর্জন ও ধরে রাখার জন্য আত্মশুদ্ধি অপরিহার্য। নফসের আমিত্ব (অহংকার) ত্যাগ করে আল্লাহর গুণাবলি অর্জন করলেই একজন মানুষ প্রকৃত প্রতিনিধি হয়ে উঠতে পারে। এই লেখায় হযরত আদম (আ.)-এর জীবনের আলোকে আল্লাহর প্রতিনিধিত্বের প্রকৃতি এবং "বাইতুল মা'মুর" এর আধ্যাত্মিক অর্থ বিশ্লেষণ করা হয়েছে, যা আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের পথ দেখায়।

0 Comments